Cox’Bazar Tour ( 1006 )
Bus Type : Non Ac
Passenger Capacity : 44

মৌলভীবাজার থেকে কক্সবাজার রিলাক্স ট্যুর।
মাত্র- ৩৫০০/- টাকায় (৪ রাত ৩ দিন)
১০ নভেম্বর রবিবার রাত ৮টায় রওনা।
জনপ্রতি- ৩৫০০/- টাকা ( ১ বেডে ২জন)
এই প্যাকেজে যা যা পাচ্ছেন: 
মৌলভীবাজার থেকে কক্সবাজার যাওয়া এবং আসার জন্য Hino 1J নন এসি রিজার্ভ বাস। (৪০ সিটের চেয়ার কোচ)
২ রাত উন্নত মানের হোটেলে এসি রুমে থাকা (১ বেডে ২জন)
হিমছড়ি, ইনানি, পাঠুয়ারটেক, ঝাউবন সহ মেরিন ড্রাইভে চান্দের গাড়িতে ঘুরে দেখা।
এই প্যাকেজে যা যা থাকছে নাঃ
মৌলভীবাজার-কক্সবাজার আসা-যাওয়ার পথে হাইওয়েতে কোন খাবার।
যে কোন ধরনের ব্যক্তিগত খরচ ও বীমা।
প্যাকেজে উল্লেখ নেই এ রকম যে কোন খরচ।
প্রাকৃতিক দূর্যোগজনিত কারনে বর্ধিত খরচ।
আমাদের এই প্যাকেজে কোন ধরনের খাবার অন্তর্ভুক্ত নয়, যেকোন ধরনের খাবার নিজ নিজ খরচে খেতে হবে।
————————————————————————-
এই ভ্রমণ যাদের জন্য নাঃ
এটি একটা বাজেট ট্যুর এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ যারা প্রিমিয়াম খুঁজছেন তাদের জন্য না।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি গুলো যারা সহজভাবে মেনে নিতে পারেন না।
————————————————————————-
এই প্যাকেজে যা যা দেখবো:
কক্সবাজার সমুদ্র সৈকত।
কলাতলী বিচ।
সুগন্ধা বিচ।
লাবনী বিচ।
মেরিনড্রাইভ রোড।
হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা।
ইনানী বিচ।
পাঠুয়ারটেক প্রবাল পাথর।
ঝাউবন।
বিস্তারিত ট্যুর প্লান
১ম দিন : রাতে মৌলভীবাজার (ভানুগাছ) হতে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা শুরু।
২য় দিন : খুব ভোরে কক্সবাজার পৌছে হোটেলের লবিতে ব্যাগ রেখে সকালের নাস্তা শেষ করে যত দ্রুত সম্ভব রুমে চেকইন করে ব্যাগ রেখে চলে যাবো সমুদ্রে সুগন্ধা বিচ, লাবনি বিচ, কলাতলি বিচ দেখবো । তারপর গোসল শেষ করে রুমে আসবো। দুপুরের খাবারের পর একটু রেস্ট নিয়ে বিকেলে সৈকতে সময় কাটাবো। এরপর রাতে বীচে আড্ডা দিবো।
৩য় দিন : সকালে ঘুম থেকে উঠে নাস্তার পর আবারো সমুদ্রে গোসল করে রুমে এসে রেডি হয়ে দুপুরের খাবারের পর চলে যাবো মেরিন ড্রাইভ ধরে হিমছড়ি, ইনানী, ঝাউবন, পাঠুয়ারটেক। তারপর সন্ধ্যায় কক্সবাজার ফিরে এসে যার যার মত ঘুরবো।
৪র্থ দিন : সকালের নাস্তার পর যার যার মত কক্সবাজার রেল স্টেশন, মহেশখালী দ্বীপ, বাজারঘাটা বার্মিস মার্কেট, কেনাকাটা ইত্যাদি। সবকিছু শেষ করে রাত ৮টায় কলাতলি পয়েন্ট থেকে বাসে উঠবো।
উল্লেখ্যঃ ৪র্থ দিন আমাদের ডেডিকেটেড কোন গাইড থাকবে না।
নিয়ম সমূহ:
১। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
২। আপনার দ্বারা গ্রুপের কোন মেম্বার হ্যারেইজমেন্টের শিকার হলে এবং এডমিন-মডারেটর বা ট্যুর কমিটির কারো সাথে কোন প্রকার মিসবিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ গ্রহণ করা হবে না ।
৩। বাসে কেউ নেশাজাত দ্রব্য বহন বা সেবন করলে তাকে গ্রুপ থেকে বহিষ্কার করা হবে।
৪। যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন, ট্যুর ডেট এবং যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্যুর কমিটির হাতে অর্পিত থাকবে।
বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে।
——————————————————————-
বিশেষ দ্রষ্টব্য:
মোখিক বুকিং গ্রহণ যোগ্য নয়।
বুকিং মানি: ৩৫০০/-টাকা (বিকাশে দিলে ক্যাশাউট চার্জসহ দিতে হবে) অথবা ৩৫০০/-টাকা(সরাসরি প্রদান)
অনলাইনে বুকিং করতে এই লিঙ্কে ক্লিক করুন: GARIRKHUJ.COM
বুকিং মানি অফেরতযোগ্য।
যেকোন সিদ্ধান্ত কতৃপক্ষের নিকট সংরক্ষিত।
যেকোন কারনে কর্তিপক্ষ ট্যুর বাতিল করলে বুকিং মানি ফেরত দেওয়া হবে।
বুকিং করার শেষ তারিখ: সিট খালি থাকা সাপেক্ষে।
বাস ছাড়ার স্থানঃ ভানুগাছ চৌমোহনা (কমলগঞ্জ) এবং শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের টুরিস্টদের জন্য শ্রীমঙ্গল পানশি হোটেলের সামনে।
বিস্তারিত জানতে ও বুকিং করতে যোগাযোগ:-
(আলমগীর)
01619-934939 (WhatsApp + Call)
বিকাশ/নগদ: 01719-551547 (Personal)
ভ্রমণ বিষয়ক যেকোন তথ্য জানতে আমাদের মেসেঞ্জারে অথবা Whatsapp এ যোগাযোগ করুন।
Boarding
- Sreemongol (6:00 pm)
Dropping
- Coxbazar (6:15 pm)